চট্টগ্রামের রেলওয়ে ক্যান্টিন গেইটে মাদকবিরোধী অভিযানে নিহত -৩

তৌহিদুর রহমান : চট্টগ্রাম মহানগরীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এর সঙ্গে গোলাগুলিতে তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে খুলশী থানার রেলওয়ে ক্যান্টিন গেইট এলাকায় এই গোলাগুলির ঘটনায় নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন ডালিম শেখ (২৯) ও মো. জাকির হোসেন (৩১)। গতকাল বিকেল ৪টা পর্যন্ত একজনের পরিচয় নিশ্চিত হতে পারেনি র‌্যাব সদস্যরা। নিহত তিনজনই মাদক চোরাকারবারে জড়িত ছিল বলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান জানিয়েছেন।
র‌্যাব জানায়, কুমিল্লা থেকে চট্টগ্রাম শহরমুখী একটি প্রাইভেটকারে করে মাদক নিয়ে আসার খবর পেয়ে রেলওয়ে ক্যান্টিন গেট এলাকায় তল্লাশি চৌকি বসায় র‌্যাব সদস্যরা। এ সময় একটি কারে তল্লাশি চালানোর জন্য থামানোর সংকেত দিলে র‌্যাবকে লক্ষ্য করে প্রাইভেট কার থেকে গুলি ছোড়া হয়। এ সময় র‌্যাবের সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাদের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান বলেন,প্রাইভেট কারের ভেতরে রাখা ১২০ কেজি গাঁজা ও ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, নিহত ডালিমের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ি ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় দুটি এবং জাকিরের বিরুদ্ধে ঢাকার ওয়ারী থানায় একটি মাদকের মামলা রয়েছে। তিনি আরো বলেন, প্রাইভেট কারটি একে খান গেইট থেকে টাইগার পাসের দিকে আসছিল। আমাদের ধারণা, নিহতরা গাঁজাগুলো অন্য কোথাও থেকে চট্টগ্রামে নিয়ে আসছিল।

সর্বশেষ