বরগুনার পাথরঘাটা উপজেলার সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর মাঝেরচর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর সঙ্গে কথিত ‘বন্দুযুদ্ধে’ কাজল নামের এক জলদস্যু নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার ভোরে সাড়ে ৫টার দিকে র্যাব-৮ এর সঙ্গে জলদস্যুদের বন্ধুকযুদ্ধ হয়। তখন কাজল নামে এক জলদস্যু নিহত হন। জলদস্যু কাজল জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য। এসময় ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল ও গুলি উদ্ধার করে র্যাব।
পাথরঘাটা থানার ওসি মোল্লা মো. খবির আহম্মেদ র্যাবের সঙ্গে কথা বলে জানান, পাথরঘাটা সংলগ্ন বলেশ্বরের মাঝের চর এলাকায় জলদস্যু নির্মূলে গভীর রাতে র্যাবের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় র্যাব। এক পর্যায়ে জলদস্যুরা পিছু হটলে ঘটনাস্থলে তল্লাশি করে জাহাঙ্গীর বাহিনীর সদস্য কাজলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে র্যাব। নিহত জলদস্যু কাজলের নাম জানা গেলেও এখনো তার বাড়ির ঠিকানা জানা যায়নি। তিনি আরও জানান, র্যাবের পক্ষ থেকে পাথরঘাটা থানায় মরদেহ ও অস্ত্র-গোলাবারুদ্ধ হস্তান্তর করা হবে।
এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি বলেশ্বর নদের মাঝের চরে র্যাবের সঙ্গে মুন্না বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ তিন দস্যু নিহত হয়। আর গত ৫ মার্চ একই জায়গায় নিহত হন আরো ২ দস্যু।