চট্টগ্রামে চলাচলের পথ বন্ধ করে ভবন নির্মাণ: ফুসে উঠছে জনগন

মো.মুক্তার হোসেন বাবু : চট্টগ্রাম মহানগরীর একটি রাস্তায় চলাচলের প্রতিবদ্ধকতা সৃষ্টি করে ভবন নির্মানের প্রতিবাদে স্থানীয় জনগন ফুসে উঠেছে। কোতোয়ালী থানাধীন কাজীর দেউরীতে ঐতিহ্যবাহী কাজী বাড়ির প্রায় ৭০ বছরের পুরনো চলাচলের রাস্তার উপর ভবন নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে এলাকাবাসীর মাঝে এমন ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ লক্ষে তারা বিভিন্ন কর্মসূচী পালন করছে। রাস্তায় ভবন নির্মাণ করে যাতায়তের অসুবিধার কারণে গতকাল দুপুরে চট্টগ্রাম কাজী পরিবার, কাজী বাড়ী শাহী জামে মসজিদ ও এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়। কাজীর দেউরী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার জনসাধারণ, মুসল্লী ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ১০৯ নং নুর আহম্মদ সড়কস্থ কাজী বাড়ির পরিবারের সদস্যদের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন মরহুম কাজী মোক্তার হোসনের ছেলে কাজী মঈনুল হোসাইন গংরা। বংশগত সম্পত্তি হিসেবে এ রাস্তা দিয়ে প্রায় ৭০ বছর আগ থেকে সকলের চলাচলের ব্যবস্থা থাকলেও বতমানে সেই রাস্তার উপরেই ( নীচে চলাচলের জন্য অল্প জায়গা খালি রেখে ) বিল্ডিং দাড়িয়ে গেছে। অবৈধ ভবন নির্মাণ কাজ বন্ধ করতে আম্বিয়া খাতুন গংরা চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর নিকট ফৌজদারি মামলা দায়ের করেন। একই অভিযোগ সিডিএ’ র নিকট করলে ঘটনার সত্যতা যাচাই করে সিডিএ কর্তৃপক্ষ নিয়ম বহিভুত কাজ বন্ধ করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন। বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহনের জোর দাবি জানায়। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের পক্ষে বক্তব্য রাখেন আলহাজ্ব মীর আবুল হোসেন রুমী,মীর কাজী আমজাদ হোসেন, মীর কাজী সাদ্দাম হোসেন, মীর কাজী জাহিদ হোসেন তুষার, এছাড়া মুসল্লিদের পক্ষে বক্তব্য রাখেন সৈয়দ মোঃ নুর আলম, মোঃ শহিদুর রহমান, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মোঃ নিজাম উদ্দিন ,এস এম আহম্মদ, মোঃ শরিফ প্রমুখ। এদিকে রাস্তায় ভবন নির্মাণের বিষয়ে মরহুম কাজী মোক্তার হোসনের ছেলে কাজী মঈনুল হোসাইনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা সকল নিয়ম মেনে নিজের জায়গায় ভবনের কাজ চালিয়ে যাচ্ছি।

সর্বশেষ