খালেদা জিয়ার রিভিউ আবেদনের শুনানি শেষ, আদেশ কাল

 

- Advertisement -

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি সংক্রান্ত আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার আদেশের দিন ঠিক করেছেন আপিল বিভাগ।

আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এদিকে গত ১২ জুলাই আপিল বিভাগ বলেছিল খালেদা জিয়ার আপিল আবেদন ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি না হলে রিভিউ আবেদনের বিষয়টি বিবেচনা করা হবে মর্মে আদেশ দেন।

এর আগে গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। একইসাথে খালেদা জিয়া তার সাজার বিরুদ্ধে হাইকোর্টে যে আপিল দায়ের করেছিলেন তা ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়।

পরে ২৭ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে আপিল বিভাগের আদেশের বিষয়ে রিভিউ আবেদন করা হয়।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেয় ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান। সেদিন থেকেই খালেদা জিয়া পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।

সর্বশেষ