- Advertisement -
সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় পরিবহন শ্রমিকেরা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এত আহত হয়েছেন বিভিন্ন স্কুল-কলেজগামী বেশ কয়েকজন শিক্ষার্থী। হামলার খবর পাওয়া গিয়েছে যাত্রাবাড়ীর শনির আখড়াতেও। এদিকে যানবাহন ভাঙচুরের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। তাদের দাবি দুর্ঘটনা ঘটতেই পারে। এ কারণে গাড়িতে হামলা ও ভাঙচুর করা হচ্ছে।
শুধু তাই নয় পরিবহন শ্রমিকদের মারধর করা হচ্ছে। আবার তারা হুমকি দেন নিরাপত্তা দেওয়া না হলে কোনো গাড়ি চলবে না।