spot_imgspot_img
spot_imgspot_img

রাজধানীতে অঘোষিত ‘বাস ধর্মঘট’

spot_img

 

- Advertisement -

রাজধানীতে চলছে অঘোষিত ‘বাস ধর্মঘট’। বৃহস্পতিবার সকাল থেকে কোনও বাস আন্তজেলার উদ্দেশে ঢাকা ছেড়ে যায়নি। আবার কোনও বাস রাজধানীতে প্রবেশও করেনি। ফলে অঘোষিত এই ‘বাস ধর্মঘটে’ দুর্ভোগে পড়েছে দূরপাল্লার যাত্রীরা। অন্যদিকে রাজধানীর অভ্যন্তরে চলাচলকারী গণপরিবহন নেই বললেই চলে। সকালে অফিসগামী যাত্রীদের অনেকেই হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়েছে। এর আগে, বুধবার (১ আগস্ট) রাতে ময়মনসিংহ পরিবহন মোটর মালিক সমিতি এই অঞ্চলের সব রুটের ঢাকামুখী বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়।

বৃহস্পতিবার সকালে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাস চলাচল বন্ধ রেখে প্রতিবাদ ও বিক্ষোভ করছেন শ্রমিকেরা। তাদের দাবি, নিরাপত্তাহীনতার কারণে কোনো বাস চালাচ্ছেন না তারা।

এদিকে রাজধানীর আন্তজেলা বাস টার্মিনাল গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকেই এদিন সকালে কোনও বাস ছেড়ে যায়নি। আবার কোনো বাস এসব টার্মিনালে আসেনি। এতে ঢাকা থেকে প্রায় সব সড়কপথে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, নিরাপত্তাহীনতার কারণে কোনও বাস ছাড়া হয়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

অন্যদিকে রাজধানীর ভেতরে চলাচলকারী বাসের বেশির ভাগই রাস্তায় নামেনি। মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে গিয়ে দেখা যায়, শত শত যাত্রী বাসের জন্য অপেক্ষা করছেন। দীর্ঘ সময় পরপর বিআরটিসির দু’একটি বাসের দেখা মিললেও, তাতে চড়া বেশির ভাগের ক্ষেত্রেই সম্ভব হচ্ছে না। একই অবস্থা দেখা গেছে মিরপুর, গাবতলী, উত্তরা, যাত্রীবাড়িতেও।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ