বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
spot_img

গুজব ছড়ানোর অভিযোগে ২০০ ফেইসবুক আইডি সনাক্ত

শুক্রবার,১৩ এপ্রিল,২০১৮

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক : সম্প্রতি হয়ে যাওয়া কোটা সংস্কার আন্দোলনে গুজব ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি মামলায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের ২০০টি আইডি সনাক্ত ও তালিকাভুক্ত করা হয়েছে।

রমনা থানায় আইসিটি ধারায় করা এ মামলাটি দায়ের করেছেন উক্ত থানারই উপ-পরিদর্শক এস এম শাহজালাল। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিটেরও একজন সদস্য।

মামলাটিতে অজ্ঞাতনামা বেশ কিছু লোককে আসামী হিসেবে দেখানো হয়। সাইবার সিকিউরিটি ডিভিশনের অতিরিক্ত উপ কমিশনার নাজমুল ইসলাম জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। তিনি আরও বলেন, কোটা সংস্কারের আন্দোলন চলার সময়ে গুজব ছড়ানোর অভিযোগে এর সাথে সম্পর্কযুক্ত প্রায় ২০০টি ফেসবুক আইডি ইতোমধ্যেই সনাক্ত ও তালিকাভুক্ত করা হয়েছে।

কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে হাজার হাজার বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী ও সরকারি চাকরি প্রার্থীরা বিক্ষোভ-আন্দোলন করে। আন্দোলন চলাকালে ইন্টারনেটে সামাজিক মাধ্যম সমূহে এক আন্দোলনকারীর মৃত্যুসহ বিভিন্ন ধরনের গুজব ও ভুল তথ্য ছড়াতে দেখা যায়।

সর্বশেষ