spot_imgspot_img
spot_imgspot_img

ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

spot_img

 

- Advertisement -

ধামরাই: সড়কে মৃত্যুর মিছিল থেমে নেই। নিরাপদ সড়কের দাবিতে অব্যাহত আন্দোলনের মধ্যে সাভারের ধামরাইয়ে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আরো অন্তত আহত ৫০ জন আহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার অদূরে সাভারের ধামরাইয়ে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

এদিকে শুক্রবার দুপুর দেড়টার দিকে মগবাজার ওয়ারলেসের টিএন্ডটি অফিসের সামনে বেপরোয়া বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

নিহতের নাম সাইফুল ইসলাম (৩৫)। বাবার নাম শাহজাহান মিয়া, বাড়ি পিরোপুরের স্বরুপকাঠী উপজেলার শেরোবাংলা বাজার। তবে ৩৯ ঢাকার উত্তর গোড়ানে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি মগবাজারের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ