নিরাপদ সড়ক, নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ সহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়ন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
সর্বাত্মক ছাত্র ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের (৪৩তম ব্যাচ), সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগ (৪২তম ব্যাচ), চারুকলা বিভাগ (৪২তম ব্যাচ), রসায়ন বিভাগ ও ইংরেজি বিভাগের পূর্ব নির্ধারিত ফাইনাল পরীক্ষা স্থগিত হয়েছে।
এদিকে, আজ বেলা সাড়ে ১১টার দিকে ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রায় সহ¯্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ, ছাত্রীদের আবাসিক হল, পুরাতন কলা ভবন, মেডিকেল সেন্টার, শহীদ মিনার, জীব বিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করে মীর মশাররফ হোসেন হল সংলগ্ন গেট দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয়।
পরে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ‘ছাত্রলীগের সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দেন। পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সমাবেশ শেষ হয়।
এর আগে গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায় জিগাতলায় আন্দোলনকারীদের হামলার প্রতিবাদে ছাত্রীরা মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হয়। সেখানে বিভিন্ন হলের ছাত্ররা যোগ দিলে তা বিশাল সমাবেশে পরিণত হয়। সমাবেশে হামলার প্রতিবাদে রবিবার থেকে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয় আন্দোলনকারীরা।
।
ধর্মঘটের সমর্থনে রোববার ভোরে পরিবহন ডিপোতে অবস্থান নিয়ে পরিবহন চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। ফলে কোন গাড়িই ঢাকার উদ্দেশ্যে ক্যাম্পাস ছেড়ে যেতে পারে নি।
https://www.facebook.com/shohidulislam.babul.9/videos/1805935266159286/?t=0