তৌহিদুর রহমান : বাংলাদেশ পুলিশের ট্রাফিক সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম জেলার ১৬টি থানা এলাকা হতে ১৫টি র্যালী এবং জেলা সদর হতে পুলিশ সুপার, চট্টগ্রাম নুরে আলম মিনা বিপিএম, পিপিএম এর নেতৃত্বে ১টি র্যালী বের করা হয়। গতকাল রোববার এই র্যালীতে পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য লোকজন স্বত:ফ‚র্তভাবে অংশগ্রহণ করে। র্যালীগুলো জেলা-উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম জেলা ট্রাফিক পুলিশ অবৈধ যানবাহন চেকিং, গাড়ীর কাগজপত্র,ড্রাইভিং লাইসেন্স যাচাই-বাচাই করার নিমিত্তে অভিযান পরিচালনা করছে। গতকাল রোববার থেকে পরিবহন মালিক-শ্রমিক সমিতির ডাকে দেশব্যাপী অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। চট্টগ্রাম জেলার সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল খুবই অপ্রতুল। এছাড়া সড়ক-মহাসড়কে চলাচলকারী সীমিত সংখ্যক যানবাহন চেকিংকালে কোন ত্রুটি পাওয়া যায়নি। আগামী ১১ আগস্ট পর্যন্ত এ অভিযান চলবে বলে জানা গেছে।