‘সরকারের সিদ্ধান্তেই শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে’মির্জা ফখরুল

 

- Advertisement -

আওয়ামী লীগ নেতাদের বিএনপি আতঙ্ক রোগ আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগ নেতাদের বিএনপি ভিতি আছে। বিএনপি ফোবিয়া আছে। একটা বিশেষ প্রাণীর পানি দেখলে জলাতঙ্ক রোগ হয়। আর উনাদের হয় বিএনপি আতঙ্ক রোগ।
যা কিছু দেখে তাতে বিএনপিকে দেখতে পায়। রাতে ঘুমাতে পারেনা মনে হয়। তা না হলে এই ধরনের কথাবার্তা কি জন্যে বলে তা তো আমার মাথায় আসে না। কোনো পাগলেও বিশ্বাস করবে না ধানমন্ডিতে বিএনপি জামায়াতের লোক গিয়ে শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলা করেছে। বরং সরকারের সিদ্ধান্তেই ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের নেতা-কর্মীরা পুলিশের ছত্রছায়ায় হেলমেট ও মুখোস পরে অগ্নেয়াস্ত্র, লাঠি, কিরিচ, রামদা ইত্যাদি নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায়।
মির্জা আলমগীর বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের প্রতি বিএনপি নৈতিক সমর্থন জানিয়েছে। এই আন্দোলনের প্রতি সারা দেশের মানুষের নৈতিক সমর্থন ছিল। সেই আন্দোলন যে পদ্ধতিতে সরকার দমন করেছে, সেটা সার্বজনীনভাবে ধিকৃত হয়েছে। আওয়ামী লীগ নিরিহ ছাত্রদের উপর এই ধরনের নির্যাতন চালিয়ে আরো গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সর্বশেষ