খালেদা জিয়াকে বন্দি রেখে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে এনডিপি কোনো নির্বাচনে যাবে না। এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ একথা বলেন।
বিবৃতিতে বলা হয়, ৬ মাসের বেশি অতিবাহিত হয়ে গেছে এখনো বিনা কারণে বিনা দোষে নাজিম উদ্দিন রোডের কারাগারে ২০ দলীয় জোট নেত্রী, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বন্দি রয়েছেন। আগামী অক্টোবর-নভেম্বরে একাদশ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি খালেদা জিয়াকে বন্দি রেখে এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না। নেতৃদ্বয় বলেন, একাদশ নির্বাচনে এনডিপি’কে যদি অংশ গ্রহণ করাতে হয় তার আগে অবশ্যই খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ঘোষণা দিতে হবে।
সেই সাথে মেরুদন্ডহীন ব্যর্থ নির্বাচন কমিশনকে ভেঙ্গে ঢেলে সাজাতে হবে।
এদিকে, আগামী ১০ই আগষ্ট এনডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেকমন্ত্রী, প্রখ্যাত সাংবাদিক আনোয়ার জাহিদের ১০ম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনে ২ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।