spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে ১৮ মামলার আসামী নিহত:বন্দুক ও গুলি উদ্ধার

spot_img

তৌহিদুর রহমান : চট্টগ্রামে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন, যাকে তালিকাভুক্ত সন্ত্রাসী বলছে পুলিশ। গতকাল শনিবার ভোর রাতে আনোয়ারা উপজেলার দুধকুমড়া এলাকায় পুলিশের সঙ্গে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান। নিহত মো. নাসির ওরফে মামুন (৩৫) আনোয়ারার বারাসাত ইউনিয়নের বোয়ালিয়ার বাসিন্দা। নিহত মামুনের বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে।
ওসি দুলাল জানান, নাসিরের বিরুদ্ধে আনোয়ারা থানাসহ চট্টগ্রাম নগরী ও কক্সবাজারের বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, ডাকাতি ও চাঁদাবাজিসহ ১৮টি মামলা রয়েছে। সে চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। মাস ছয়েক আগে চট্টগ্রাম আদালতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়।
ওসি দুলাল বলেন, ভোর রাতে পুলিশ দুধকুমড়া এলাকায় অভিযান চালাতে গেলে সন্ত্রাসীরা হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থলে নাসির ওরফে মামুনের লাশ পাওয়া যায়। সেখান থেকে দেশে তৈরি দুইটি বন্দুক (এলজি) ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান ওসি। এ সময় দুজন পুলিশ সদস্য আহত বলেও তিনি জানান।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ