spot_imgspot_img
spot_imgspot_img

ঢাকা থেকে ছেড়ে আসা বগি লাইনচ্যুত, ঢাকা-টঙ্গী লাইনে ট্রেন চলাচল বন্ধ

spot_img

সংগৃহীত ছবি

ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনের একটি বগির চাকা পড়ে যাওয়ায় তিন ঘণ্টা ধরে ঢাকা-টঙ্গী লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে। এসময় ট্রেন থেকে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তিতাস কমিউটার এক্সপ্রেস ট্রেনটি টঙ্গীর নতুন বাজার এলাকায় আসা মাত্রই সামনের বগির চাকা খুলে যায়। এসময় বিকট শব্দ ও আগুন দেখে চালক ট্রেন বন্ধ করে দেন। এসময় দ্রুত ট্রেন নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসেন। দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসেছে। উদ্ধার কাজ শেষ হলেই এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ