spot_imgspot_img
spot_imgspot_img

রাজধানীতে ৩ যুবলীগ নেতাকর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি

spot_img

 

- Advertisement -

ঢাকা : রাজধানীর ওয়ারীতে দুর্বৃত্তদের গুলিতে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাতে ওয়ারীর দক্ষিণ মৈশুন্ডিতে একটি চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে। আহত তিনজন স্থানীয় যুবলীগ নেতা বলে জানা গেছে।

গুলিবিদ্ধরা হলেন- ৪১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. জুয়েল (৩৫), একই ওয়ার্ডের ৩নং ইউনিট যুবলীগের সভাপতি মো. রবীন (৩২) এবং স্থানীয় যুবলীগের কর্মী মো. কাজল (৩৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া।

গুলিবিদ্ধ যুবলীগ নেতাদের স্বজনের বরাত দিয়ে তিনি বলেন, ঘটনার সময় যুবলীগ নেতাকর্মীরা একটি দোকানে বসে চা পান করছিলেন। এসময় ৪/৫ জন মুখোশধারী দুর্বৃত্ত যুবলীগ নেতা জুয়েল ও রবীনকে লক্ষ্য করে গুলি করে। এসময় জুয়েলের বাম পায়ে এবং রবীনের ডান পায়ে গুলি লাগে।

জুয়েলের ভাই মো. সাজ্জাদ জানান, সন্ধ্যার পরে আমার ভাই, নেতাকর্মীদের নিয়ে চা-নাস্তা খাচ্ছিলেন। এসময় মুখোশধারী সন্ত্রাসীরা এসে গুলি করে। তবে হামলাকারীরা কে বা কারা তা জানাতে পারেননি তিনি।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ