spot_imgspot_img
spot_imgspot_img

ভারতের কেরালায় বন্যায় ৩৭ জনের মৃত্যু, সতর্কতা জারি

spot_img

 

- Advertisement -

ভারী বষণ ও ভূমিধসে ভারতের কেরালায় অন্তত ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন হাজার হাজার বাসিন্দা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

শনিবার,রাজ্যের ১৪টি জেলার মধ্যে অর্ধেকেরও বেশি জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মকর্তা বলেন, ৩৭ জনের পর শুক্রবার থেকে আমরা কোনও নিহতের খবর পাইনি। নিচুএলাকা থেকে ৩০ হাজার মানুষকে সরকারি ত্রাণশিবিরে আশ্রয় দেওয়া হয়েছে।

কেরালা রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, বন্যায় ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এক কর্মকর্তা বলেন, শনিবার বৃষ্টি কমে গেছে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

পানির চাপে বাঁধ ভেঙে যাওয়া এড়াতে ২৫টি জলাধারের গেট খুলে দিয়েছে কেরালার কর্তৃপক্ষ। ত্রাণ ও উদ্ধার অভিযান পর্যালোচনা করতে রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ