বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলের আদালতে দায়েরকৃত মানহানি মামলায় জামিন দিয়েছে হাইকোর্টে । সোমবার (১৩ আগস্ট) হাইকোর্টের একটি বেঞ্চ তাকে জামিন দেন।
খালেদা জিয়ার অপর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, নড়াইলের জেলা জজ আদালতে মানহানি মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর হওয়ায় বৃহস্পতিবার হাইকোর্টে জামিন আবেদন দায়ের করা হয়েছে।
গত ৫ আগস্ট নড়াইলের আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেন নড়াইল জেলা ও দায়রা জজ আব্দুল আহাদ শেখ এর আদালত। গত ২ আগস্ট খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জামিন আবেদনের শুনানি করেন। এর আগে একাধিকবার খাালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেন নড়াইল সদর আমলি আদালত এবং জেলা ও দায়রা জজ আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল জেলার নড়াগাতি থানার চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম (বর্তমানে জেলা পরিষদ সদস্য) বাদী হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে নড়াইল সদর আদালতে মানহানি মামলা দায়ের করেন। ওই বছরের (২০১৫) ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে বেগম খালেদা জিয়া তার বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বির্তক আছে বলে মন্বব্য করেন।