spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে রাস্তার উপরে কোন অবস্থাতেই গরুর হাট বসানো যাবে না

spot_img

মো.মুক্তার হোসেন বাবু : চট্টগ্রাম মহানগরীর দামপাড়া পুলিশ লাইনস্থ চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, পিপিএম এর সভাপতিত্বে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরী এলাকায় গবাদি পশু ক্রয় বিক্রয়, চামড়া ক্রয় বিক্রয় ও পরিবহন, জাল নোটের ব্যবহার রোধ এবং কোরবানি পশুর হাটের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনের লক্ষ্যে সমন্বিত মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার সকালে উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোঃ মোখলেছুর রহমানের সঞ্চালনায় কমিশনার তাঁর বক্তব্যে কোরবানি পশু ও পশুর চামড়া ক্রয় বিক্রয়, পরিবহন এবং সার্বিক নিরাপত্তায় গৃহিত পুলিশী ব্যবস্থা সর্ম্পকে উপস্থিত সবাইকে অবহিত করেন। পুলিশ কমিশনার জানান চট্টগ্রাম মেট্টোপলিটন এলাকায় অনুমোদিত ১০টি পশুর হাট রয়েছে। তন্মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ৮টি এবং সিটি কর্পোরেশনের বাইরে কর্ণফুলী থানা এলাকায় ২টি গরুর হাট রয়েছে। প্রতিটি কোরবানির পশুর হাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প, সাদাপোশাকে পুলিশের নজরদারি, ওয়াচ টাওয়ার, ৮টি ¯েøাগান সম্বলিত পুলিশের নিজস্ব ব্যানার, ভেটেরিনারী ভিজিল্যান্স টিম (পশু ডাক্তার) সহ জাল নোট শনাক্ত করার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ হতে শনাক্তকরণ মেশিন থাকার কথা ব্যক্ত করেন। তাছাড়া মেট্টোপলিটন এলাকায় র‌্যাব, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ানের টহল দল থাকবে। সিটি কর্পোরেশনের অনুমতি ব্যতিরেকে কোথাও কোন গরুর হাট বসবে না। রাস্তার উপরে কোন অবস্থাতেই গরুর হাট বসানো যাবে না। এই ব্যাপারে সর্তক দৃষ্টি রাখার জন্য সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
অবৈধ পশুর হাটের বিরুদ্ধে সিটি কর্পোরেশন হতে মোবাইল কোর্টের ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। প্রতিটি পশুর হাটে বিশেষ পোশাক পড়া অবস্থায় পরিচয়পত্র সহ প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছা সেবক নিয়োগ, হাটের চৌহদ্দি নির্ধারন, সিসি টিভি ক্যামেরা স্থাপন, সার্বক্ষনিক মলম পার্টি, অজ্ঞান পার্টি, সালাম পার্টি, জাল টাকার বিষয়ে সতর্কতা মূলক মাইকিং ও জেনারেটরের ব্যবস্থা, হাসিলের সুনির্দিষ্ট হার/দাম নির্ধারণ করতঃ ব্যানার জুলিয়ে রাখা ও হাটের আশে পাশের খাবার দোকানদারদের পরিচয়পত্র প্রদান ও বহনের ব্যাপারে যথাযথ ব্যবস্থ গ্রহণের করার জন্য পশুর হাট ইজারাদারদের প্রতি অনুরোধ জানানো হয়।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) হারুন-উর-রশিদ হাযারী, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মোঃ ফারুক উল হক, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোঃ মোখলেছুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) ফাতিহা ইয়াছমিন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. তারেক আহম্মেদ, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রতিনিধি, র‌্যাব প্রতিনিধি, এনএসআই প্রতিনিধি, ডিজিএফআই প্রতিনিধি, জেলা প্রানী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, সিটি কর্পোরেশন প্রতিনিধি, চামড়া ব্যবসায়ী সমিতি’র প্রতিনিধি, হাট ইজারাদার’সহ চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিঃ উপ-পুলিশ কমিশনার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তগণ উপস্থিত ছিলেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ