অভিনেত্রী নওশাবা রাতে ঢাকা মেডিক্যালে ভর্তি

 

- Advertisement -

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতারকৃত মডেল ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে গত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এর আগে গতকাল দুপুরে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য গোয়েন্দা সংস্থা ডিবির কর্মকর্তারা নিয়ে যান।

হাসপাতাল সূত্র জানায়, গত রাত সোয়া ১০টায় গোয়েন্দা সংস্থা ডিবির সহকারী সাব ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক কাজী নওশাবা আহমেদকে জরুরি বিভাগে নিয়ে যান। স্বাস্থ্য পরীক্ষার কাগজপত্রসহ কর্তব্যরত মেডিক্যাল অফিসারের কাছে গেলে তাকে নিউরো সার্জারি ওয়ার্ডে রেফার করেন। নিউরো সার্জারি বিভাগের ইউনিট-৩ এর প্রফেসর ডাক্তার শাফিকুল ইসলামের অধীন ইন্টার্নি চিকিৎসকেরা তার কাগজপত্র দেখে তাকে হাসপাতালের পুরনো ভবনের ২০৪ নম্বর ওয়ার্ডের ২০ নম্বর বেডে ভর্তির ব্যবস্থা করেন। বর্তমানে তিনি পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ