চট্টগ্রামে বস্তির ১১৭টি ঘর পুড়ে ছাঁই

তৌহিদুর রহমান : চট্টগ্রাম মহানগরীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে চারটি বস্তির ১১৭টি ঘর পুড়ে গেছে। গতকাল বুধবার রাত পৌনে তিনটায় ইপিজেড থানার রেল গেট এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। দীর্ঘক্ষণ চেষ্টার পর অবশেষে সকাল ১০টার দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
পূর্ব রেলের মালিকানাধীন জমিতে অবৈধভাবে এসব বস্তি গড়ে তোলা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, স্থানীয় আলমগীর নামের এক ব্যক্তির চা দোকানের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সর্ভিসের চারটি ইউনিটের ১২টি গাড়ি নিয়ে প্রায় সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে রেল গেট এলাকার মুন্সি কলোনি, মোক্তার কলোনি, বাদল কলোনি ও দিলুনির কলোনির এক কক্ষ বিশিষ্ট মোট ১১৭টি কাঁচা ঘর পুড়ে গেছে।

সর্বশেষ