নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার সুযোগ নেই: ওবায়দুল কাদের

 

- Advertisement -

ঢাকা: নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারে বিএনপি’র থাকার সুযোগ নেই। সেই সরকারে রাজনীতিক আসলে মূখ্য নয়, শিক্ষক-বুদ্ধিজীবীরাও থাকতে পারেন বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ঈদযাত্রায় মহাসড়কে চালকের ঘাটতি কমাতে মাঝারি যানের চালকদের সুযোগ দেয়া যেতে পারে বলে জানান সড়ক পরিবহনমন্ত্রী। তবে এ ব্যাপারে সড়ক পরিবহন সচিবের সাথে সংশ্লিষ্টদের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি আরও বলেন, ভারীবর্ষণ না হলে ঢাকা থেকে টাঙ্গাইল এবং রাজধানী থেকে চট্টগ্রামের পথে ঈদযাত্রা এই ঈদে স্বস্তিদায়ক হবে।।

সর্বশেষ