আগামী অক্টোবরের শেষে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। সে অনুযায়ী ডিসেম্বরের শেষ দিকে নির্বাচন অনুুষ্ঠিত হতে পারে বলে আভাস দিয়েছে নির্বাচন কমিশন। বিএনপি আসুক আর না আসুক বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে কোনো ছাড় দিবে না সরকার। আওয়ামী লীগের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রগুলো জানায়, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভা অনেক ছোট করা হবে; যার প্রধান থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেকোনো রাজনৈতিক দলকে এ বিষয়টি মেনে নিয়েই নির্বাচনে আসতে হবে। আর শেখ হাসিনার অধীনে নির্বাচনে কোনো দল না এলে সেখানেও কিছুই করার থাকবে না।
এ দিকে বিএনপি চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাইরে রেখেই নির্বাচন করতে চায় সরকার। সেই লক্ষ্যে নানা ধরনের ছকও তৈরি করা হচ্ছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যদিকে তারেক রহমানকে মানিলন্ডারিংয়ের মামলায় সাত বছরের জেল দেয়া হয়েছে। তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।