চট্টগ্রামের ছিনতাইয়ের পরিকল্পনার সময় অস্ত্র-গুলিসহ ছিনতাইকারীকে গ্রেফতার

আফসানা মিমি : চট্টগ্রাম মহানগরীতে কোরবানির পশুর হাটে ছিনতাইয়ের পরিকল্পনার সময় অস্ত্র-গুলিসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি চীনে তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও সেভেন পয়েন্ট সিক্স টু বোরের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বাকলিয়া থানাধীন নূর নগর হাউজিং কল্পলোক আবাসিক এলাকার মাঠ থেকে স্থানীয় জামাই বাবুলের কলোনির আবুল হোসেনের ছেলে মো. জনি (২৯) নামের ওই ছিনতাই কারীকে গ্রেফতার করা হয়।
এদিকে গ্রেফতার জনির বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও দু’টি মামলা রয়েছে জানিয়ে বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানান, জনি একজন পেশাদার ছিনতাইকারী। তার একটি ছিনতাইকারী গ্রæপ আছে। ভোররাতের দিকে জনি তার বাসায় নিজ গ্রæপের ৭-৮ জন ছিনতাইকারী নিয়ে বৈঠক করে বাকলিয়ায় নূরনবী হাউজিং সোসাইটির পশুর হাটে ছিনতাইয়ের পরিকল্পনা করে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে অভিযান চালাই। গ্রেফতার জনির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ছিনতাইকারী গ্রæপের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ