spot_imgspot_img
spot_imgspot_img

ঢাকার লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে

spot_img

 

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার লালবাগের আলিরঘাটে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দফতর থেকে জানানো হয়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, প্রথমে একটি ঘুন্টিঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে কয়েক মিনিটের মধ্যে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া ঘুন্টিঘরগুলোতে প্লাস্টিকের কারখানা ছাড়াও নানারকম ভাঙ্গারিসহ অন্যান্য ব্যাবসা প্রতিষ্ঠান ছিল। ঈদের ছুটির কারণে এসব কারখানা ও দোকানগুলোতে কেউ ছিল না।
চকবাজার থানার ওসি শামীমুর রশীদ তালুকদার জানান, ৮ থেকে ১০টি দোকান ঘর পুড়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, প্লাস্টিক এবং প্লাস্টিকের কেমিক্যাল থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একই কারণে প্রচ- ধোঁয়ার সৃষ্টি হয়। এজন্য আগুন নেভাতে একটু সময় লেগেছে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতি জানতে একটি তদন্ত কমিটি করা হবে। কমিটি তদন্ত করে বিস্তারিত বলবে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ