চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকায় ‘মোটেল সিক্স স্বর্ণালী’ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৩ নারীসহ ২৯ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যার পর ওই আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ।
- Advertisement -
অভিযানে ১৩ জন নারী ও হোটেলের ম্যানেজারসহ ১৬ জন পুরুষকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইলিয়াছ খান।
তিনি বলেন, হোটেলে জড়ো হয়ে বেআইনি কর্মকাণ্ড ঘটানোর অপরাধে তাদের আটক করা হয়েছে। তবে হোটেলের মালিক এবং অপর ৭ কর্মকর্তা পালিয়ে যায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও পরিদর্শক জানান।
সম্প্রতি খুলশীর একটি আবাসিক হোটেলে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনার পর থেকে নগরীর বিভিন্ন হোটেলে ধারাবাহিকভাবে অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ।