spot_imgspot_img
spot_imgspot_img

ঢাকা মেডিক্যালের সামনে রিজভীর নেতৃত্বে মিছিল

spot_img

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: দলের চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকাল ৮টার দিকে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের নতুন গেট থেকে একটি বিক্ষোভ মিছিল চানখাঁরপুল মোড়ের কাছে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্য নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে শ্লোগান দেয়। মিছিল শুরুর প্রাক্কালে উপস্থিত নেতাকর্মীদের সামনে পথসভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী সরকারের সমালোচনা করে বলেন, এই অবৈধ সরকার বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে। যে কারণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দিচ্ছেনা। মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কিন্তু যত ষড়যন্ত্রই করুক তা সফল হবেনা। কারণ এই দেশের জনগণের হৃদয়ে প্রোথিত জাতীয়তাবাদের শিকড়। তিনি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেন রিজভী।

এরআগে গত শুক্রবার এবং মঙ্গলবার রাজধানীর বনানীতে এবং শ্যামলী প্রধান সড়কে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরাতন ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন খালেদা জিয়া। তার মুক্তি দাবিতে ছয় মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ