spot_imgspot_img
spot_imgspot_img

হাইকোর্ট থেকে জামিন পেলেন ৫৭ ধারায় দায়েরকৃত মামলায়,আমীর খসরু

spot_img

 

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উসকানি দেয়ার অভিযোগে ৫৭ ধারায় দায়েরকৃত দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার(২৬আগষ্ট) দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় গত ৪ আগস্ট চট্টগ্রামের কোতোয়ালি থানায় আমীর খসরুর বিরুদ্ধে একটি মামলা হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বাদী হয়ে এ মামলা করেন।

এছাড়া ৬ আগস্ট ঢাকায় আমীর খসরুর বিরুদ্ধে আরেকটি মামলা হয়। আমীর খসরু ছাড়াও এ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আসামি করা হয়। ঢাকা মহানগর হাকিম এইচএম তোয়াহার আদালতে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ