spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা ও তার ভাই নিহত

spot_img

 

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রতিপক্ষের হামলায় এক যুবলীগ নেতা ও তার ভাই নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতরা হলেন-স্থানীয় যুবলীগ নেতা রমজান আলী (৩৫) ও তার ভাই মোহাম্মদ সুজন।

সোমবার রাতে জাতীয় শোক দিবস উপলক্ষে এক সভার পর এ হামলার ঘটনা ঘটে। হামলায় ঘটনাস্থলেই নিহত হন রমজান আলী। এছাড়া সুজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।

চমেক পুলিশ ফাঁড়ির এসআই শিবব্রত বড়ুয়া বলেন, একটি সভা শেষে মোটর সাইকেলে যাওয়ার সময় হামলার মুখে পড়েন রমজান ও সুজন।

জানা গেছে, জাতীয় শোক দিবস উপলক্ষে সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সভা ছিল বিকালে। ওই সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম। সভা শেষে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে হামলার মুখে পড়েন এমপি দিদারের অনুসারী রমজান। মোটর সাইকেলে মোট তিনজন ছিলেন। তৃতীয়জন মো. মোবারক অক্ষত রয়েছেন।

নিহত রমজানের বিরুদ্ধে পুলিশের উপর হামলাসহ নানা অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ