spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে আট হাজার ইয়াবা উদ্ধার: গ্রেফতার-৩

spot_img

তৌহিদুর রহমান : চট্টগ্রাম মহানগরী থেকে ৮ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গত সোমবার রাতে বাকলিয়া থানাধীন এলাকা থেকে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পলাতক রয়েছে অপর দুইজন। গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ পল্লানপাড়া এলাকার মো. আনোয়ারের ছেলে মো. শাহজাহান প্রকাশ শাহাদাৎ হোসেন হৃদয় (২২), নাইট্যংপাড়া এলাকার মো. ইউনুছ হোসেনের ছেলে রাহেদ হোসাইন (২০) ও নোয়াখালী জেলার সেনবাগ মধ্যবীজবাগ এলাকার মোস্তফা হোসেন মানিকের ছেলে টিপু সুলতান হায়দার(২২)। পলাতক রয়েছেন-টেকনাফ পল্লানপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. শাকিল (২২) ও মো. আব্দুল্লাহ।
এদিকে পাঁচজন মিলে কক্সবাজার থেকে ইয়াবাগুলো চট্টগ্রনিয়ে আসছিলেন উল্লেখ করে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) অলক বিশ্বাস বলেন, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় অভিযান চালিয়ে ৮ হাজার ২০ পিস ইয়াবাসহ মো. শাহজাহান, রাহেদ হোসাইন ও টিপু সুলতান হায়দার নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মো. শাকিল ও মো. আব্দুল্লাহ নামে দুইজন পলাতক রয়েছেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ