spot_imgspot_img
spot_imgspot_img

খালেদা জিয়ার জামিন বহাল

spot_img

 

- Advertisement -

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মানহানির মামলায় দেয়া ছয় মাসের জামিন বহাল রয়েছে। আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত রাষ্ট্রপক্ষের স্থগিত আবেদনে ‘নো অর্ডার’ বলে আদেশ দেন। এই আদেশের ফলে নড়াইলের মানহানির মামলায় খালেদা জিয়ার জামিন আপাতত বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। এমনকি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়টি শুনানির জন্য পাঠিয়ে দেয়া হয় যা ১লা অক্টোবর শুরু হবে। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। প্রসঙ্গত, মামলার বিবরণীতে জানা যায়, ২০১৫ সালের ২১শে ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে খালেদা জিয়া শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
পরবর্তীতে এ বক্তব্য পত্রিকায় প্রকাশ করা হলে নড়াইলের কালিয়ার চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে ২০১৫ সালের ২৪শে ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ