সরকার ইভিএম কার্যকর করতে পারবে না : মির্জা ফখরুল

 

- Advertisement -

সরকার যদি শেষ মূর্হুতে এই সিদ্ধান্ত (ইভিএম) কার্যকর করে তখন আপনাদের অবস্থান কী হবে এই প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করতে পারবে না, ধন্যবাদ।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল প্রশ্ন রাখেন, প্রধান নির্বাচন কমিশনার হঠাৎ কী কারণে, কাকে বিজয়ী করার উদ্দেশে এবং কার নির্দেশে নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা হাতে নিয়েছেন?

অপর এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমি বলতে চাই সংবিধান অনুসারে নির্বাচন হতে হবে একটা।

নির্বাচনে এই মেশিনটা ব্যবহার করাটা এটা জনগণের কোনো সিদ্ধান্ত নয়। এটার কোনো অনুমোদন নেওয়া হয়নি। সমস্ত রাজনৈতিক দলগুলো এটার বিরোধীতা করেছে। সেক্ষেত্রে হঠ্যাৎ করে এটা ব্যবহার করতে যাওয়ার উদ্দেশ্য প্রণোদিত। উদ্দেশ্য একটাই সরকারকে সাহায্য করা।

মির্জা ফখরুল বলেন, দেশের জনগণ কোনোভাবে নির্বাচনে নির্বাচন কমিশনের এই অপকৌশল বাস্তবায়ন হতে দেবে না। বিএনপি যেকোনো মূল্যে নির্বাচন কমিশনের এই অপকৌশল প্রতিহত করবে। ইভিএমের মতো বিতর্কিত যন্ত্র কেনার জন্য যে অর্থ ব্যয় হবে, তার প্রতিটি পয়সা কমিশনের কর্তা ব্যক্তিগত দায় হিসেবে গণ্য হবে। এই অপকর্মের সম্পূর্ণ দায় নির্বাচন কমিশনকে বহন করতে হবে। জনগণের সঙ্গে প্রতারণা ও অসৎ উদ্দেশে বিপুল অর্থ লোপাটের ষড়যন্ত্র দেশবাসী কোনোভাবে মেনে নেবে না।

সর্বশেষ