spot_imgspot_img
spot_imgspot_img

দিনাজপুরে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে আগুন, দুই চালক নিহত

spot_img

দিনাজপুরের কাহারোল উপজলোর ১৬ মাইল বটতলী বাজাররে পীরের মাজার মোড়ে এলাকায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর যানবাহন দু’টিতে আগুন লেগে দুই চালক নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১২ জন। এর মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। বৃহস্পতিবার রাত ১০টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহা-সড়কের কাহারোল উপজেলার ১৬ মাইল বটতলী বাজারের পীরের মাজার মোড়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাহারোল থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পঞ্চগড় থেকে ঢাকাগামী কেয়া এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী নৈশ কোচের সঙ্গে পঞ্চগড়গামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দু’টিতে আগুন লেগে ঘটনাস্থলেই দুই চালক নিহত হয়। আহত হয় আরো কমপক্ষে ১২ জন।
আহতদের উদ্ধার করে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
দিনাজপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক জানিয়েছেন, সংঘর্ষের পর পরিবহণ গাড়ি দুটিতে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়েছে। নিহতদের মধ্যে ট্রাক চালক পরিচয় প্রাথমিকভাবে পাওয়া গেছে। তার নাম মিলন (৪০)। বাড়ি যশোর জেলার নওপাড়া এলাকায়।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ