বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
spot_img

আবার হারল মোস্তাফিজের দল মুম্বাই ইন্ডিয়ান্স

 

- Advertisement -

আবার হেরেছে মোস্তাফিজের দল মুম্বাই ইন্ডিয়ান্স। জেসন রয়ের ব্যাটিং তাণ্ডবে শেষ বলে মুম্বাইকে ৭ উইকেটে হারিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

শনিবার ওয়াংখেড়েতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৯৪ রানের বড় স্কোর গড়ে স্বাগতিক মুম্বাই। ইনিংসসেরা ৫৩ রান করেন সুরাইয়া কুমার ইয়াদভ, আরেক ওপেনার এভিন লুইসের ব্যাট থেকে আসে ৪৮। ওয়ান ডাউনে নামা ইশান কিশান ৪৪ রান করলেও অফফর্মে থাকা রোহিত শর্মা ১৮ রানের বেশি করতে পারেননি।

বড় সংগ্রহ তাড়া করতে নেমে শুরু থেকেই তাণ্ডব চালান দিল্লির ইংলিশ ওপেনার জেসন রয়। দলীয় ৫০ রানে অধিনায়ক গৌতম গম্ভীরকে তুলে নেন কাটার মাস্টার মোস্তাফিজ। দলীয় ১১৯ রানে রিশব পান্টকে তুলে নেন হারদিক পান্ডিয়া। ছোট্ট বিরতিতে সাজঘরে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েলও। তবে জেসন রয় অপরাজিত ৯১ রানের ইনিংস খেলে চলতি আসরে প্রথম জয় এনে দেন দিল্লিকে।

সর্বশেষ