ক্ষমতাসীনদের মধ্যে বাড়ছে সঙ্ঘাত

 

- Advertisement -

ক্ষমতাসীনদের মধ্যে দ্বন্দ্ব সঙ্ঘাত বাড়ছে, বাড়ছে খুনোখুনি। আধিপত্য বিস্তারের লড়াই, মতার দ্বন্দ্বের কারণে এসব ঘটনা ঘটেছে। গত আট মাসে তাদের অভ্যন্তরীণ কোন্দলে পৌনে দুই শ’র মতো সঙ্ঘাতের ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন ২৫ জন। আহত হয়েছেন প্রায় দুই হাজার। অনেক ঘটনা রয়েছে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছে অসহায়। সঙ্ঘাতময় উভয় গ্রুপ থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হুমকি-ধমকি দেয়ার ঘটনাও রয়েছে।

অনুসন্ধানে দেখা গেছে, ক্ষমতাসীনদের অভ্যন্তরীণ কোন্দলে একের পর এক খুনের ঘটনা ঘটছে। সর্বশেষ গত ৩১ আগস্ট রাতে সিলেটে ছুরিকাঘাতে এস এম আবদুল আহাদ নামে এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন। জিন্দাবাজার এলাকার সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত এস এম আবদুল আহাদ বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। ১৫ আগস্ট কক্সবাজারের মহেশখালীর আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে যুবলীগ নেতা জিয়াবুলকে খুন করার অভিযোগ ওঠে।

সর্বশেষ