যৌন উত্তেজনার ওষুধ খেয়ে নাজিমুল ইসলাম (২২) নামের এক যুবক মারা গেছেন। একই ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনজন।
নীলফামারীর ডোমার উপজেলায় এ ঘটনা ঘটে। মৃত নাজিমুল ইসলাম উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। রোববার তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের হরিহরা গ্রামের কবিরাজ সাইফুল ইসলাম শনিবার রাতে যৌন উত্তেজনার ওষুধ বিক্রি করেন। শেওটগাড়ি গ্রামের নাজিমুল ইসলাম, জয়ন্ত রায়, হরিহরা গ্রামের মিজানুর রহমান এবং সামসুল হক যৌন উত্তেজক ওই ওষুধ খান। ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরই মাটিতে শুয়ে পড়েন তারা।
স্থানীয় লোকজন দ্রুত তাদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নাজিমুল ইসলাম মারা যান।
অসুস্থ তিনজনের মধ্যে জয়ন্ত কুমার রায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং মিজানুর রহমান ও সামসুল হক দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
রোববার নাজিমুলের মরদেহ উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় মৃত নাজিমুল ইসলামের ভাই বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা করেছেন।
ডোমার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল বলেন, রোববার দুপুরে নাজিমুলের মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।