- Advertisement -
চট্টগ্রামের সাতকানিয়ায় চুলার আগুনে পুড়ে গেছে ২৬টি বসতঘর। শনিবার গভীর রাতে উপজেলার তিন নম্বর ইউনিয়নের পূর্ব গাছিয়া ভাঙ্গা বিলিয়া পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনসার উদ্দিন জানান, রাত পৌনে ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে সাতকানিয়া ফায়ার স্টেশনের একটি গাড়ি গিয়ে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক তদন্তে রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুনে ২৬টি বসতঘর পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।