ভিনডিজেলের সঙ্গেই থাকছেন দীপিকা

 

- Advertisement -

পরিচালক ডিজে কারুসো নিশ্চিত করেন, ‘ট্রিপল এক্স- রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিটির পরবর্তী বা চতুর্থ কিস্তিতে হলিউড অভিনেতা ভিন ডিজেলের সঙ্গেই দেখা যাবে বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। এর আগে এক ঘোষণায় বলা হয়েছিল, জনপ্রিয় চীনা ব্যান্ড ‘দ্য ফাইটিং বয়েস’ এর শিল্পী রয় ওয়াং ‘ট্রিপল এক্স’ সিরিজের এর নতুন সিক্যুয়ালে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন।

তবে সম্প্রতি, এক টুইটার বার্তায় পরিচালক কারুসো সংগীতশিল্পী রয়কে তাদের হলিউড পরিবারে স্বাগত জানালে সেসময় এক ভক্ত জানতে চান দীপিকার অর্ন্তভূক্তির কথা। তখন উত্তরে কারুসো বলেন, “হ্যাঁ”।
এবারই প্রথম নয়, এর আগেও তাকে ভক্তদের কাছে নিশ্চিত করতে হয়েছিলো ‘ট্রিপল এক্স-৪’ মুভিতে দীপিকার অভিনয়ের সম্ভাবনার কথা। প্রি-প্রডাকশন পর্যায়ে থাকা এই ছবিটির শুটিং শুরু হবে আগামী জানুয়ারিতে। তবে এখনও দীপিকার শুটিং সিডিউল চূড়ান্ত করা হয়নি বলে জানা যায়।

এদিকে বলিউডের প্রাণভোমরা দীপিকা ব্যস্ত রয়েছেন অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে তার বিয়ের প্রস্তুতি নিয়ে। আগামী ২০শে নভেম্বর তাদের বিয়ের দিন-তারিখ ঠিক করা হয়েছে।।

সর্বশেষ