spot_imgspot_img
spot_imgspot_img

পকিস্তানের ১৩ তম প্রেসিডেন্ট ড. আলভি

spot_img

 

- Advertisement -

পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ড. আরিফ আলভি। মঙ্গলবার বিকেল পাঁচটার পরে পাওয়া ভোটের ফলাফলে আরিফ আলভি এগিয়ে থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বলে দেশটির গণমাধ্যমে জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে।

নির্বাচনে ইমরানের খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মনোনীত প্রার্থী ড. আরিফ আলভি পেয়েছেন ২১২ ভোট, জমিয়ত উলেমা-ই-ইসলামের প্রধান মাওলানা ফজলুর রেহমান পেয়েছেন ১৩১ ভোট এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী আইতজাজ আহসান পেয়েছেন ৮১ ভোট।

ড. আরিফ আলভি পাঁচ দশকেরও বেশি সময় ধরে দেশটির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। ছাত্রজীবনে লাহোরের একটি ডেন্টাল কলেজের ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

আলভি ১৯৬৯ সালে জেনারেল আইয়ুব খানের সামরিক শাসনামলে ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের একজন প্রতিষ্ঠাকালীন সদস্য তিনি। ১৯৯৭ ও ২০০২ সালের দেশটির সাধারণ নির্বাচনে সিন্ধুর প্রাদেশিক পরিষদে প্রতিদ্বন্দ্বীতা করেন। তবে ওই নির্বাচনে জয় লাভ করেননি। পরে ২০১৩ সালের নির্বাচনে করাচি থেকে নির্বাচিত হন।

২০০১ সালে পিটিআই’য়ের সহ-সভাপতি ও পরে ২০০৬ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আলভি।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ