আন্তজার্তিক ডেস্ক: মার্কিন বিশেষ কমিটি প্রধান রবার্ট মুলার প্রাথমিক পর্যায়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লিখিত বক্তব্য গ্রহণ করবেন বলে জানা গেছে। ২০১৬ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় রাশিয়ার সম্পৃক্ততা তদন্তে মুলারকে প্রধান করে এই বিশেষ কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সঙ্গে সম্পর্কিত একটি সূত্র মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে।
লিখিত প্রশ্নোত্তর পাঠানোর জন্য ট্রাম্পকে দেওয়া মুলারের প্রস্তাব একটি চিঠি আকারে ট্রাম্পের আইনজীবীর কাছে গত শুক্রবার পাঠানো হয়েছে। এই চিঠির বিষয়ে এর আগে নিউইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছিলো।
সূত্র জানায়, ট্রাম্পের কাছ থেকে চিঠিটির লিখিত জবাব পাওয়ার পরই মুলার কমিটি পরবর্তী ধাপ নিয়ে সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে ট্রাম্পকে সশরীরে কমিটিতে হাজির হওয়ার প্রস্তাবও থাকতে পারে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সম্পৃক্ততা তদন্তের বিষয়ে ট্রাম্পের সাক্ষ্য দেওয়ার ধরনটি কেমন হবে তা নিয়ে তার আইনজীবীদল মুলারের কমিটির সঙ্গে গত কয়েকমাস যাবত আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে, মুলার কমিটির মুখপাত্র এবিষয়ে এখনি কোনও মন্তব্য করতে সম্মত হননি। রয়টাস