spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রাম বিমানবন্দরে ইউএস-বাংলার যাত্রীর ব্যাগে মিলল প্রায় সোয়া ২ কোটি টাকার স্বর্ণ

spot_img

 

- Advertisement -

তৌহিদুর রহমান : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে প্রায় সোয়া ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। গতকাল বুধবার একটি ফ্লাইটে আসা যাত্রীর ব্যাগে এই ৪৫টি সোনার বার উদ্ধার করা হয়। এছাড়া বাংলাদেশ বিমানের আর একটি ফ্লাইটে ৪ প্যাকেটে ৩২টি ব্রা স্বর্ণ উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার মাহাবুব আলম জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে এসব সোনা আটক করা হয়। আজ (গতকাল) বুধবার সকালে মাসকট থেকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন গিয়াস উদ্দিন। পরে তাঁর ব্যাগ তল্লাশি করে ৪৫টি সোনার বার উদ্ধার করা হয়। সোনার মোট ওজন পাঁচ কেজি। এর মূল্য আনুমানিক সোয়া দুই কোটি টাকা।

এদিকে দুবাই থেকে কার্টনে ভরে ৪ প্যাকেটে ৩২টি অন্তর্বাসের (ব্রা) ধাতব দন্ডে ৭৬২ টি স্বর্ণ পাচারের চেষ্টা রুখে দিয়েছেন কাস্টম কর্মকর্তারা। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নগরের পাহাড়তলী এলাকার রবিউল হোসেন ব্রা’র ধাতব দন্ডে সোনার স্টিকের ওপর সিলভার রঙের প্রলেপ দিয়ে নিয়ে এসেছিলেন।
কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. মাহবুব আলম আরো জানান, গোপন খবরের ভিত্তিতে ওই ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি রাখা হয়েছিল। স্ক্যানিংয়ের সময় একটি কার্টনে সন্দেহজনক কিছু শনাক্ত হয়। এরপর কার্টন খুলে ৪ প্যাকেটে ৩২টি ব্রা পাওয়া যায়। প্রতি ব্রা’তে দুইটি করে ধাতব স্টিক ছিল। যেগুলো সোনার তৈরি হলেও ওপরে সিলভার কালারের প্রলেপ দেওয়া। তিনি জানান, রবিউল নামের ওই যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ