বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সিএমপি কমিশনারের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে অধিকার

 

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক: বিচারবর্হিভূত হত্যাকাণ্ড নিয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবর রহমানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার। এক বিবৃতিতে অধিকার বলেছে, দেশে ফৌজদারি বিচারব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় এবং রাষ্ট্র কর্তৃক হত্যকারীদের দায়মুক্তির সুযোগে বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেই চলেছে। বর্তমান সরকারের আমলে বিচারবর্হিভূত হত্যাকাণ্ড ব্যাপক ও বিস্তৃতি লাভ করেছে। আইন প্রয়োগকারী সংস্থা আইনি প্রক্রিয়ার বাইরে বিচার ছাড়া নাগরিকদের হত্যা করাকে এখন নীতি হিসেবে গ্রহণ করেছে। মানবাধিকার পরিস্থিতির এই বিপজ্জনক অবনতির জন্য অধিকার গভীরভাবে উদ্বিগ্ন।

সিএমপি কমিশনারের বক্তব্য উল্লেখ করে বিবৃতিতে অধিকার বলেছে, আইন প্রয়োগকারী সংস্থার উচ্চ পদধারী ব্যক্তিদের এই ধরনের বক্তব্য এবং সেই লক্ষ্যে পরিচালিত অভিযান জাতীয় ও আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থি। অধিকার সিএমপি কমিশনারের এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে বলেছে, মাদকবিরোধী অভিযানের নামে বিচারবিহর্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিচারের সম্মুখীন করার আহ্বান জানাচ্ছি।
এতে উল্লেখ করা হয়, গত ৪ঠা সেপ্টেম্বর সিএমপি কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমান এক সভায় বলেন, মাদক ব্যবসায়ীরা তাদের সুরক্ষার জন্য অস্ত্র রাখে। এই অস্ত্র উদ্ধারে যেভাবে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা যাচ্ছে তাতে অনেক মাদক ব্যবসায়ীর জীবন চলে যাচ্ছে। আমি মনে করি এছাড়া কোনো গতি নাই।
জীবনহানি হতে হবে শান্তির জন্য। শান্তির জন্য আমরা অশান্তি চিরতরে দমন করব। তারা যদি অস্ত্র দিয়ে আমাদের মোকাবিলা করে আমাদের অধিকার আছে অস্ত্র ব্যবহার করার। আমরা সেভাবে এগুচ্ছি।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলে আসছেন, মাদক নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এই অল আউট যুদ্ধ চলবে।

অধিকারের বিবৃতিতে বলা হয়েছে, ১৫ই মে থেকে ৩১শে আগস্ট পর্যন্ত মাদক নির্মূল করার অভিযানের নামে ২২৮ জন বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের শিখার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ