spot_imgspot_img
spot_imgspot_img

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রিটের শুনানি হতে পারে আজ

spot_img

 

- Advertisement -

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাসেবা দেয়ার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের উপর গতকাল শুনানি হয়নি। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় গতকাল আবেদনটি শুনানির জন্য ছিল। এদিন খালেদার আইনজীবীদের সময় আবেদনের প্রেক্ষিতে আদালত বলেছেন, নট টুডে (আজ নয়) রাখা হলো।

গতকাল আদালতে খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল শুনানির জন্য এক দিন সময়ের আরজি জানালে আদালত তা মঞ্জুর করেন। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। পরে কায়সার কামাল বলেন, ‘আদালতের কাছে একদিন সময় নিয়েছি। মঙ্গলবার কার্যতালিকায় আসলে এ বিষয়ে শুনানি হতে পারে।’ গুলশানের ইউনাইটেড হাসপাতাল বা বিশেষায়িত কোনো হাসপাতালে খালেদা জিয়াকে চিকিৎসাসেবা দেয়ার নির্দেশনা চেয়ে রোববার খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবীরা রিট আবেদনটি করেন।

গত ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন সংশ্লিষ্ট বিচারিক আদালত।
এরপর থেকে খালেদা জিয়াকে রাখা হয়েছে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে। গত ৪ঠা সেপ্টেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আদালত পরিবর্তন করে বিচারকাজের জন্য পুরনো কেন্দ্রীয় কারাগারের ৭ নম্বর ভবনে অস্থায়ী আদালত স্থাপনের প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

৫ই সেপ্টেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ওই কারাগারে হাজির করা হয়। এ সময় নিজের অসুস্থতার বিষয়টি তুলে ধরে আদালতের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, ‘আপনারা যতদিন ইচ্ছা সাজা দিন, আমি এ অবস্থায় বারবার আসতে পারবো না। এই আদালত চলতে পারে না। এই আদালতে ন্যায়বিচারও হবে না।’ আদালতের কার্যক্রম শেষে চলে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদেরও তিনি জানান, তিনি খুবই অসুস্থ। বাম হাত দেখিয়ে বলেন, ‘এই হাত নাড়াতে পারি না, বাম পা বাঁকাতে পারি না। প্যারালাইজডের মতো হয়ে গেছে। এ অবস্থায় বারবার আদালতে আসতে পারবো না।’

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ