spot_imgspot_img
spot_imgspot_img

খালেদা জিয়ার উপদেষ্টাদের সংগে দলটির সিনিয়র নেতাদের বৈঠক

spot_img

 

- Advertisement -

খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন দলটির সিনিয়র নেতারা। বুধবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ৭৩ জন উপদেষ্টার মধ্যে ৪০ জন বৈঠকে অংশ নেন।

বৈঠক সূত্র জানায়, রাজনৈতিক, সাংগঠনিক বিশেষ করে জাতীয় ঐক্য ও খালেদা জিয়ার মুক্তি ও আন্দোলন বিষয়ে আলোচনা হয়েছে। খালেদা জিয়ার একজন উপদেষ্টা জানান, বৈঠকে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে না যাওয়া, কর্মসূচি, বৃহত্তর রাজনৈতিক ঐক্যসহ নানা বিষয়ে কথা হয়েছে। উপদেষ্টারা তাদের মতামত দেন। এছাড়া বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার প্রমুখ।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ