spot_imgspot_img
spot_imgspot_img

খালেদা জিয়ার ভর্তির প্রয়োজন হলে বিএসএমএমইউর প্রস্তাব বোর্ডের

spot_img

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: যে হাসপাতালে সব রোগের চিকিৎসা ব্যবস্থা আছে, সে হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তির পরামর্শ দিয়েছে ৫ সদস্যের মেডিকেল বোর্ড। এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

(বিএসএমএমইউ)’র নাম প্রস্তাব করেছে বোর্ড। রোববার দুপুরে এসব তথ্য এ প্রতিবেদককে জানান বিএসএমএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন।

তিনি বলেন, মেডিকেল বোর্ড জানিয়েছে, যদি তাকে হাসপাতালে ভর্তির দরকার হয়, সেক্ষেত্রে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা যায়। এজন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় ভাল হবে। এটা বিশেষায়িত হাসপাতাল, সব বিষয়ের চিকিৎসকসহ অন্য সাপোর্ট দেয়ার ব্যবস্থা এখানে আছে। খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে বিএসএমএমইউতে আয়োজিত সংবাদ সম্মেলনের পর তার সাথে কথা হয় আমাদের সময় ডটকমের।

সংবাদ সম্মেলনে পরিচালক বলেন, চিকিৎসক দল অন্তত যত্ন নিয়ে খালেদা জিয়াকে দেখে প্রেসক্রিপশন তৈরি করেছেন। আজ রোববার এটি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়েছে। নতুন করে তার মধ্যে কোনো সমস্যা সনাক্ত হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেল বোর্ডের একজন সদস্য এ প্রতিবেদককে বলেন, খালেদা জিয়া হাঁটতে পারেন না স্বাভাবিকভাবে, তার হাত-পা কাঁপে। কথা বলতে গেলেও সমস্যা হয়। পাশাপাশি আথ্রাইটিসের ব্যথা তো আছেই। এটা শুধু হ্রাস-বৃদ্ধির মধ্যেই আছে।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে বিএসএমএমইউর অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী (ইন্টারনাল মেডিসিন)’ নেতৃত্বে আছেন অধ্যাপক হারিসুল হক (কার্ডিওলজি), অধ্যাপক আবু জাফর চৌধুরী (অর্থোপেডিক সার্জারি), সহযোগী অধ্যাপক তারেক রেজা আলী (চক্ষু) ও সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ (ফিজিক্যাল মেডিসিন)।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ