ডেস্ক রিপোর্ট: বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জেল সম্পর্কে ট্রাষ্টি, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে আইনের প্রতি শ্রদ্ধাবোধ যদি না থাকে, তাহলে আমরা অযৌক্তিক ব্যবহার করি। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলো অযৌক্তিক। সুষ্ঠু নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়াকে জেলের বাইরে আসতে দেওয়া উচিত।
বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর ‘তৃতীয় মাত্রা’ টকশো অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন,আমি বেগম জিয়াকে দু’বছর আগেও বলেছি, আপনি বকশি বাজারের আদালতে যাবেন না। আজকে যায়নি বলে তিনি এখনো কারাগারে আছেন। এ বিষয়ে ড. কামাল হোসেনও বলেছেন, এটি অযৌক্তিক।
তিনি বলেন, একজন নাগরিক হিসেবে মনে করি, দেশের অনেক স্থানে সংস্কার করা উচিত। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী অনেক ভালো কাজ করেছেন। তারপর পরিবর্তন আসছে।