সাইফুল ইসলাম : আগামী ২৯শে সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর তারিখ পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়োজনে এসিসি অনুর্ধ-১৯ এশিয়া কাপ ২০১৮ এর কিছু সংখ্যক খেলা চট্টগ্রাম জহুর আহমদে চৌধুরী স্টেডিয়াম এবং এম. এ. আজিজ ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে । এ উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দল গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এর সাথে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাত করেন। এসময় বিসিবি গ্রাউন্ড্স ও ফ্যাসিলিটিস বিভাগের ব্যবস্থাপক সৈয়দ আব্দুল বাতেন, মিডিয়া বিভাগের ব্যবস্থাপক রাবেদ ইমাম, নিরাপত্তা বিভাগের প্রধান মেজর (অব:) হোসাইন ইমাম, ব্যবস্থাপক প্রশাসন মেজর (অব:) হাসিব-উজ-জামান, হিসাব ও অর্থ বিভাগের ব্যবস্থাপক মান্নান সরকার, ক্রীড়া উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক আবু ইমাম কাওসার, মার্কেটিং বিভাগের ব্যবস্থাপক সাইফুল আমিন, লজিস্টিক বিভাগের ব্যবস্থাপক এ্যাড. আশিকুল ইসলাম রোকন, ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল, কিউরেটর জাহিদ রেজা বাবু, নির্বাহী সাইফুল আলম বাবু, নির্বাহী মো. শাহীন হোসেন, নিরাপত্তা সমন্বয়কারী আব্দুর রশিদ লোকমান প্রমুখ উপস্থিত ছিলেন । বৈঠকে আসন্ন অনুর্ধ-১৯ এশিয়া কাপ ২০১৮ সফলভাবে আয়োজনে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এছাড়াও সভায় অনুষ্ঠিতব্য এসিসি অনুর্ধ-১৯ এশিয়া কাপ ২০১৮ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গৃহিত হয়। উল্লেখ্য যে আগামী ১৭-২০ অক্টোবর ২০১৮, ৪দিন ব্যাপী বিশ্বকাপ ক্রিকেট এর ট্রফি বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রদর্শিত হবে এবং ২০ অক্টোবর ২০১৮ শনিবার চট্টগ্রামস্থ হোটেল রেডিসন এবং এম.এ.আজিজ ষ্টেডিয়ামে প্রদর্শন করার বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।