খালেদা জিয়ার সাথে দেখা করার অনুমতি পেয়েছেন দুই আইনজীবী

 

- Advertisement -

বিএনপির চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে যাচ্ছেন দুই আইনজীবী। তারা হলেন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

আজ বুধবার বিকাল সাড়ে তিনটায় কারা কর্তৃপক্ষ তাদের সাক্ষাতের অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মাসুদ আহমেদ তালুকদার।

এর আগে গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় তারা খালেদা জিয়ার সাথে সাক্ষাতের জন্য গেলেও কারা কর্তৃপক্ষ অনুমোদন না করায় প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করে ফিরে আসেন।

উল্লেখ্য, খালেদা জিয়ার বিরুদ্ধে আগামীকাল বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় শুনানির দিন ধার্য রয়েছে।

সর্বশেষ