- Advertisement -
ডেস্ক রিপোর্ট: প্রচণ্ড ঝড়-বাতাস ও তীব্র ঢেউয়ের তোড়ে ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনায় ২৫ জেলেসহ একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠলেও এখনও নিখোঁজ রয়েছেন দুজন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ঢালচরসংলগ্ন সাগর মোহনায় এ ঘটনা ঘটে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলাচ্ছেন স্থানীয়রা। নিখোঁজরা হলেন- জাফর মাঝি ও রহিম মাঝি। তারা একই এলাকার বাসিন্দা।
চরফ্যাশন মৎস্য সমিতির সভাপতি ও ঢালচর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম জানান, প্রচণ্ড ঝড়-বাতাস ও তীব্র ঢেউয়ের তোড়ে সকালে ঢালচরসংলগ্ন সাগর মোহনায় ২৫ জেলেসহ একটি ট্রলার ডুবে যায়। এ সময় সাঁতরে ২৩ জন পাড়ে উঠলেও এখনও নিখোঁজ রয়েছেন দুজন। নিখোঁজদের সন্ধানে সাগর মোহনায় নেমেছেন স্থানীয়রা বলে জানান তিনি।