spot_imgspot_img
spot_imgspot_img

পুলিশি নির্যাতন গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা, রাজনৈতিক নেতৃবৃন্দের নিন্দা

spot_img

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি কাওরান বাজার মোড়ে আটকে দেয় পুলিশ।বিক্ষোভকারীরা বাঁধা উপেক্ষা করে সামনে যেতে চাইলে পুলিশ মারমুখী হয়ে উঠে। কয়েকদফা বেদড়ক লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এদিকে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদ বৃহস্পতিবার কর্মসূচিতে পুলিশী হামলার ও সাতক্ষীরায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা দোষী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। বাম গণতান্ত্রিক জোট হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে আগামী ২২ সেপ্টেম্বর শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

এদিকে ঘেরাও কর্মসূচীতে পুলিশী হামলায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক, সিপিবি সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদের রাজেকুজ্জামান রতনসহ রাজনৈতিক নেতাকর্মী আহত হওযার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় ঐক্যের প্রতীক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নির্বাচনী ব্যবস্থা সংস্কার ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয় অথচ নির্বাচনী ব্যবস্থা সংস্কারের কথা বলতে গেলে পুলিশ নির্যাতন করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এ ধরণের পলিশী নির্যাতন গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা। অপরদিকে বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক বিবৃতিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও এর শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে কাওরানা বাজারে পুলিশী হামলা এবং জোটের সমন্বয়কারী সাইফুল হক, জোটের নেতা জোনায়েদ সাকী, রাজেকুজ্জামান রতনসহ অর্ধশতাধিক নেতা-কর্মীকে বেধড়ক লাঠিচার্জ করে আহত করার ঘটনার তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে খালেকুজ্জামান শান্তিপূর্ণ মিছিলে হামলাকারী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সাথে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ, বাধা ও হামলা আইন করে নিষিদ্ধ করার দাবি জানান। সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম এক বিবৃতিতে আজ ২০ সেপ্টেম্বর বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলা এবং সাতক্ষীরায় কর্মসূচি থেকে ৩ জনকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নয়াদিগন্ত

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ