spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে শেষ মুহূর্তে বাতিল হল সীতাকুণ্ডে পথসভা

spot_img

 

- Advertisement -

সাইফুল ইসলাম : সব ধরণের প্রস্তুতি থাকলেও কয়েক ঘন্টা আগে আওয়ামী লীগের নির্বাচনী টিমের চট্টগ্রামের সীতাকুণ্ডের পথ সভাটি বাতিল করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান গ্রুপের সম্ভাব্য সংঘাত আর সংঘর্ষের আশঙ্কায় কেন্দ্র থেকে এ কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ঢাকা থেকে রওনা দেয়া নির্বাচনী টিমের গতকাল শনিবার বিকেলে সীতাকুণ্ডে এ পথ সভা করার কথা ছিল।
বিষয়টি নিশ্চিত করে উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সালাম জানান, সমন্বয়ের অভাবে এ পথ সভাটি বাতিল করা হয়েছে। আজ শনিবার (গতকাল) বিকালে সীতাকুন্ড হাই স্কুল মাঠে এ সভা করার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল।তবে খোঁজ নিয়ে জানা গেছে, সমন্বয় নয়, স্থানীয় আওয়ামী লীগের গ্রæপিং কোন্দলের কারণে সংঘাত সংষর্ষের আশঙ্কায় শেষ মুহূর্তে পথসভা বাতিল করা হয়েছে। বর্তমান সাংসদ দিদারুল আলম ও উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন গ্রুপ সমাবেশ ঘিরে শোডাউনের প্রস্তুতি নিচ্ছিল। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাকের ভুঁইয়ার নেতৃত্বে আরেকটি গ্রুপ সক্রিয়। একই সাথে চট্টগ্রামের সীতাকুণ্ডের আওয়ামী লীগ কয়েকটি ধারায় বিভক্ত। যে কোন মুহূর্তে এটি বড় ধরণের সংঘর্ষে রূপ নিতে পারে। গতকাল শনিবার সকাল পর্যন্ত সীতাকুণ্ডে পথসভা হওয়ার কথা ছিল। কিন্তু সকালে উত্তর জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বিষয়টি টিম লিডার ওবায়দুল কাদেরকে ফোনে জানালে তিনি পথসভা বাতিল করার নির্দেশ দেন বলে বহরের সাথে থাকা একটি সূত্র জানিয়েছেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ